ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

জঙ্গিদের সঙ্গে সামরিক মহড়ায় মার্কিনবাহিনী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৮  
আপডেট :
 ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১

জঙ্গিদের সঙ্গে সামরিক মহড়ায় মার্কিনবাহিনী

মার্কিন সমর্থিত জঙ্গি গোষ্ঠীদের নিয়ে সিরিয়ার দক্ষিণ প্রদেশের তানফ সেনাঘাঁটিতে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে মার্কিন মেরিন বাহিনী। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং রাশিয়াকে শক্তিশালী জবাব দেয়ার জন্যই এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে।

কর্নেল সিন রায়ান নামে মার্কিনবাহিনীর এক মুখপাত্র বলেন, শক্তি প্রদর্শনের জন্য এ মহড়া আয়োজন করা হয়েছে। ওই বিবৃতিতে তিনি বলেন, সিরিয়া উত্তেজনা বন্ধের জন্য পেন্টাগন রাশিয়াকে তাদের যুদ্ধের পথ পরিবর্তন করতে বলছিল। এই মহড়া আমাদের শক্তি সামর্থ্য এবং যে কোন ধরনের হুমকি প্রতিরোধে আমাদের যে ধরণের প্রসুতুতি রয়েছে সেটি দেখানোর জন্যই করা হয়েছে।

মার্কিন সমর্থিত জঙ্গি গোষ্ঠী মাঘাবির আল থাওরা দলের কমান্ডার মুহানাদ আল তালা জানান, সিরিয়া ইরাক সীমান্তবর্তী তানফ সেনাঘাঁটিতে আয়োজিত আট দিনের এই মহড়া এই সপ্তাহে শেষ হয়।

তিনি সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, এই সেনা মহড়াটি স্থল এবং বিমান উভয় পথেই চালানো হয় এবং এতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা শত শত মার্কিন সেনাসদস্য অংশ গ্রহণ করেন।

থাওরা দলটির পক্ষ থেকে দাবি করা হয়, এটি ইরান এবং রাশিয়ার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়ার জন্যই নেয়া হয়েছে। মূলত এমন মহড়া দিয়ে আমরা জানাতে চাই যে মার্কিন বিপক্ষ শক্তির মোকাবিলায় আমাদের যথেষ্ট শক্তি রয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় চলমান আসাদ সরকারের অনুরোধে ইরান এবং রাশিয়া সরকারের পক্ষ হয়ে যুদ্ধ করছে। অপরদিকে মার্কিনবাহিনী সেখানকার সরকারবিরোধী জঙ্গিদলকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছে।

বাংলাদেশ জার্নাল/ এআর

  • সর্বশেষ
  • পঠিত