ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

তুরস্ককে দামি বিমান উপহার দিয়েছে কাতার

তুরস্ককে দামি বিমান উপহার দিয়েছে কাতার

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, কাতারের আমির তার দেশকে একটি দামি বিমান উপহার দিয়েছে। বোয়িং ৭৪৭-৮আই বিমানটির মূল্য ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার। কিন্তু এ নিয়ে তুরস্কের বিরোধীদের কাছ থেকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন এরদোয়ান।

প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তুরস্ক একটি বিমান কেনার চেষ্টা করছে- একথা শোনার পর কাতারের আমির তুরস্ককে বিমানটি উপহার দেন।

কিন্তু এ নিয়ে যথারীতি উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের অভিযোগ,দেশ যখন অর্থনৈতিক সংকট পার করছে তখন জনগণের করের টাকায় বিমান কেনা হয়েছে। গত সপ্তাহে বিমানটি তুরস্কে পৌঁছানোর পর বিরোধী দলীয় একজন সংসদ সদস্য সংসদে ভাইস-প্রেসিডেন্টের কাছে বিমানটি কেনা হয়েছে কি না তা জানতে চান।

গত সপ্তাহান্তে আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে বিমানে প্রেসিডেন্ট এরদোয়ান সাংবাদিকদের বলেন, কাতারের আমির যখন জানতে পারেন যে তুরস্ক এ ধরণের একটি বিমান কিনতে আগ্রহী, তখন তিনি তুরস্ককে বিমানটি উপহার দেন।

কাতারের আমীর শেখ হামাদকে উদ্ধৃত করে তিনি আরো বলেন, ‘আমি তুরস্কের কাছ থেকে কোন অর্থ নেব না। আমি এ বিমানটি তুরস্ককে উপহার হিসেবে দিচ্ছি।’

এ বিমানটিকে নতুন করে রং করা হবে বলেও জানিয়েছেন এরদোয়ান।

সূত্র: বিবিসি বাংলা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত