ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রাশিয়ার অভিযোগ প্রত্যখান করেছে ইসরাইল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৬  
আপডেট :
 ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:২০

রাশিয়ার অভিযোগ প্রত্যখান করেছে ইসরাইল

সিরিয়ায় একটি রাশিয়ান বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ইসরাইলকে দোষারোপ করেছে রাশিয়া। তবে রাশিয়ার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরাইল। মঙ্গলবার ইসরাইল সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, এ ঘটনার জন্য সিরিয়া, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সংগঠন দায়ী। খবর আল জাজিরার।

সোমবার রুশ বিমানটি ভূপাতিত করার পরপরই এজন্য ইসরাইলকে দোষারোপ করে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, সিরিয়ান লক্ষ্য উদ্দেশ্য করে হামলা চালানোর সময় মাত্র এক মিনিটের বিপদ সঙ্কেত দিয়ে রাশিয়ার বিমানটির ওপর হামলা চালানো হয়।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাসেঙ্কভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে বলেন, এই হামলাকে আমরা ইসরাইলের শত্রুতাপরায়ণ মনোভাব হিসেবে দেখছি।

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় রাত ১১টায় রাশিয়ার একটি আইএল-২০ নজরদারি বিমান নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বিমানটি ভূমধ্যসাগরে ভূপাতিত হয়েছে। এতে বিমানের ১৫ আরোহী নিহত হয়।

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত