ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সু চিকে নিয়ে পোস্ট দেয়ায় সাবেক কলামিস্টের জেল

সু চিকে নিয়ে পোস্ট দেয়ায় সাবেক কলামিস্টের জেল

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করার দায়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাবেক কলামিস্ট গার মিন সোয়েকে সাত বছরের জেল দেয়া হয়েছে। এর দিন কয়েক আগেই রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে একই দণ্ডে দণ্ডিত করা হয়েছিল রয়টার্মের দুই সাংবাদিক ওয়া লোন (৩২) এবং কিয়াও সো’কে (২৮)।

গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) কলামিস্ট মিন সোয়েকে কারাদণ্ড দেন ইয়াঙ্গুনের পশ্চিম জেলার এক আদালত। আদালতের মুখপাত্র হতায় অং জানান, ওই কলাম লেখকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। ফেসবুকে অং সান সু চি’র বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেয়ার জন্য দোষী প্রমাণিত হয়েছেন মিন সোয়ে।

চলতি মাসের গোড়ার দিকে রোহিঙ্গা গণহত্যা নিয়ে অনুসন্ধানকারী প্রতিবেদন প্রকাশ করার দায়ে রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার। এর মাত্র দু সপ্তাহ পরেই কারাদণ্ডে দণ্ডিত করা হলো কলামিস্ট সোয়েকে। তিনি মিয়ানমারের সাবেক সামরিক সরকারের আমলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে একজন কলামিস্ট হিসেবে কাজ করতেন।

সূত্র: ইন্টারনেট

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত