ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে ভারত

মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে ভারত

রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র কেনার ঘটনায় চীনা সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করলে একই শাস্তি ভোগ করতে হবে ভারতকেও। পরোক্ষভাবে ওয়াশিংটন সেটাই জানিয়ে দিল নয়াদিল্লিকে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, যেসব দেশ রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ক্রয় করবে, ভারতসহ তাদের সবাইকে এর ‘মূল্য দিতে হবে’। অর্থাৎ জারি হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। যার নাম- ‘কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশ্যান্স অ্যাক্ট’ (সিএএটিএসএ বা ‘ক্যাটসা’)।

রাশিয়ার কাছ থেকে ‘সুখোই এসইউ-৩৫’ যুদ্ধবিমান ও ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র কেনার জন্য বৃহস্পতিবার চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র স্পষ্ট ভাষায় বলেছে, এই ধরনের কেনাকাটার কারণে এর আগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ছে মস্কো। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রাশিয়ার হস্তক্ষেপের কারণেই এই ব্যবস্থা নেয়া হয়।

ক্রিমিয়ার ওপর দখলদারি ও অন্যান্য কয়েকটি কারণে রাশিয়াকে শাস্তি দেওয়ার লক্ষ্যে এই প্রথম কোনও তৃতীয় দেশের (চীন) বিরুদ্ধে ‘ক্যাটসা’আরোপ করা হল। মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন‘এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়া।’

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রকে ওই ‘ভুল শুধরে নেয়ার’ আহ্বান জানিয়েছে। এরপর ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে,‘তা না হলে পরিণতি ভাল হবে না।’

চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গেং শুয়াং শুক্রবার সাংবাদিকদের বলেছেন, ‘আমেরিকার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্কের মূল নিয়মকানুনকেই লঙ্ঘন করেছে। একই সঙ্গে দু’টি দেশ (চীন ও যুক্তরাষ্ট্র) এবং দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ককে ভীষণ ভাবে আঘাত করেছে। আমরা আন্তরিক ভাবে ওই ভুল শুধরে নিতে বলছি আমেরিকাকে। না হলে পরিণতি ভাল হবে না।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়াও। এক বিবৃতিতে মস্কো বলেছে, ওয়াশিংটন আগুন নিয়ে খেলছে।

দিল্লিতে সম্প্রতি ভারত ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে আলাদা আলাদাভাবে যে বৈঠক হয়েছে সেখানেও রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ক্রয়ের ওপর বিস্তার আলোচনা হয় বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। ভারতের অস্ত্র ক্রয়ের বিষয়টি যে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না, দিল্লিকে সেটি সাফ জানিয়েও দেয়া হয়েছে।

কেবল ভারত নয়, রুশ ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এবং ‘সুখোই এসইউ-৩৫’ যুদ্ধবিমান কেনার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে তুরস্কও।

এ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা ভারতের নাম উল্লেখ না করে বলেছেন, ‘এস-৪০০ কেনার ব্যাপারে অন্য যে দেশগুলি আগ্রহী, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আমরা পৌঁছাইনি। তবে বিশ্বের প্রায় সব দেশের সঙ্গেই আমরা বিষয়টি নিয়ে সবিস্তার আলোচনা করেছি।’

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত