ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ইরানে সামরিক কুচকাওয়াজে হামলা, নিহত ১০

ইরানে বন্দুক হামলায় নিহত ১০

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে শনিবার এক সামরিক প্যারেড ও কুচকাওয়াজে অজ্ঞাতনামা বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে দুই হামলাকারীসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এ প্যারেডের আয়োজন করা হয়েছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এই হামলার পিছনে আরব জাতীয়তাবাদী বা সুন্নি জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করছে ইরান।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে শুরু হয়েছিল ওই কুচকাওয়াজ। এর কিছুক্ষণ পরেই কুচকাওয়াজের পিছন দিক দিয়ে কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। কমপক্ষে ১০ মিনিট ধরে তারা গুলি বর্ষণ করে। হামলাকারীর সংখ্যা চার বলে উল্লেখ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ফারস।

শনিবারের ওই হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর কমপক্ষে আট সদস্য নিহত হয়েছেন। তবে বিবিসি বলছে, হামলায় নয়জনের বেশি ইরানি সেনা নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। আহতদের মধ্যে একজন নারী ও শিশুও রয়েছে। হতাহতের এই সংখ্যা জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা।

স্থানীয় ডেপুটি গভর্নর আলী হোসেইন হোসেইনজাদেহ বলেছেন, চার বন্দুকধারীনিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই হামলাকারী। বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের তেল সমৃদ্ধ খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজ। জীবনযাত্রার মান কমে যাওয়ার কারণে এখানে গত বছরও ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল। এছাড়া এখানকার তেলের পাইপলাইনগুলোতে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে থাকে বিচ্ছিন্নতাবাদী আরবরা।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত