ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘আমরা ব্যানানা রিপাবলিক নই’

‘আমরা ব্যানানা রিপাবলিক নই’

সৌদি আরব বলেছে, তাদের ‘ব্যানানা রিপাবলিক’ ভাবার কোনো কারণ নেই। তাই তাদের সঙ্গে চলমান কূটনৈতিক বিতর্কের সমাধান চাইলে কানাডাকে রিয়াদের কাছে ক্ষমা চাইতে হবে।

বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর নিউ ইয়র্কে এক সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন।

কানাডাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা কানাডার অভ্যন্তরীণ রাজনীতির ফুটবল হতে চাই না। খেলার জন্য আরেকটি বল খুঁজে নিন।’

তিনি আরো বলেন, ‘এই সঙ্কটের সমাধান খুবই সোজা। আর সেটা হচ্ছে ক্ষমা। তোমরা (কানাডা) অপরাধ করেছ এটা স্বীকার করে নাও।’

গত আগস্টে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর এক টুইটারবার্তাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। ওই টুইটে কারাগারে আটক সৌদি নারী অধিকার কর্মীদের মুক্তি দাবি করেছিলেন কানাডিয়ান মন্ত্রী।

এর জবাবে কানাডার সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। এমনকি কানাডায় অবস্থানরত সৌদি শিক্ষার্থীদেরও দেশে ফিরে আসার নির্দেশ দেয় রিয়াদ।

তবে সৌদি আরবের সঙ্গে চলমান এই সঙ্কটের সুরাহা করতে আগ্রহী কানাডা। এ নিয়ে তারা একাধিকবার বিবৃতিও দিয়েছে। এমনকি চলতি সপ্তাহের প্রথম দিকে জাতিসংঘের অধিবেশনের এক ফাঁকে এ নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত দুই পররাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকটি আর হয়নি।

এরই প্রেক্ষিতে কানাডাকে ক্ষমা চাওয়ার দাবি জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত