ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপান, নিহত ২

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড জাপান, নিহত ২

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় ট্রামির আঘাতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। ঝড়ে প্রচুর গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে দেশটির সড়ক যোগাযোগ ব্যবস্থা।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানাচ্ছে, রোববার সন্ধ্যায় জাপানের পশ্চিম অংশে আঘাত হানে ঘূর্ণিঝড় ট্রামি। এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া প্রবাহিত হয় হোক্কেইডো দ্বীপের ওপর দিয়ে। এই দ্বীপে গত মাসেই ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল।

জাপানের সরকারি বার্তা সংস্থা এনএইচকে জানায়, এই ঘূর্ণিঝড়ে কমপক্ষে দুইজন নিহত এবং আরো ১৩০ জনের মত মানুষ আহত হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরো দুইজন। ঘূর্ণিঝড়ের পর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ওই এলাকার কমপক্ষে ৪ লাখ ঘরবাড়ি।

এই দুর্যোগ দেশটির যোগাযোগ ব্যবস্থাতেও মারাত্মক প্রভাব ফেলেছে। রোববার ঘূর্ণিঝড় আঘাত হানার পর বেশ দেশটির প্রধান প্রধান কয়েকটি কমুটার লাইন বন্ধ করে দেয়া হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এনএইচকে প্রচারিত ফুটেজে দেখা গেছে, শত শত মানুষ ট্রেনের জন্য রেললাইনগুলোর বাইরে অপেক্ষা করছে।

এছাড়া ঘূর্ণিঝড় ট্রামির কারণে জাপানের উত্তরাঞ্চলে বাতিল করা হয়েছে ২৩০টির বেশি নির্ধারিত ফ্লাইট।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত