ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ১৫ বছর জেল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ১৭:১৭  
আপডেট :
 ০৫ অক্টোবর ২০১৮, ১৭:২৮

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ১৫ বছর জেল
লী মিং-বাক

দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী মিং-বাককে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

শুক্রবার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেয়া হয়।

৭৬ বছর বয়সী লী ২০০৮ সালে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে প্রেসিডেন্ট হন। ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। ক্ষমতায় থাকাবস্থায় ঘুষ ও অর্থ আত্মসাতের দায়ে তিনি অপরাধী সব্যস্ত হয়েছেন এবং সিউল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ১৩ বিলিয়ন ওন (১১.৫ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছে।

লী মিং-বাকের বিরুদ্ধে গত এপ্রিল মাসে ঘুষ, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ ১৬টি অভিযোগ আনা হয়।

  • সর্বশেষ
  • পঠিত