ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১৮:২১  
আপডেট :
 ০৭ অক্টোবর ২০১৮, ১৮:২৭

ভারতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়

ভারতে ২০০ কিমি বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আগামী ১১/১২ অক্টোবর দক্ষিণ ২৪ পরগণার উপকূল ছুঁয়ে বাংলাদেশের খুলনা হয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এর তথ্য মতে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১০-১৪ অক্টোবর পর্যন্ত ওড়িশা, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের আন্দামান সাগরের কাছে নিম্নচাপটি অবস্থান করছে। আগামী ১২ ঘন্টার মধ্যে সেটি সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী ৭২ ঘন্টার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিনত হবে।

‌‌‘ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮৫ থেকে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায়।’

আবহাওয়া অধিদপ্তর আরো বলছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে বর্তমানে উত্তর-পশ্চিম দিকে সরছে। তিন দিনের মধ্যেই পূর্ণ শক্তিতে তা দাপিয়ে বেড়াবে গাঙ্গেয় উপকূলে।

  • সর্বশেষ
  • পঠিত