ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, নিহত ৩

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, নিহত ৩

ইন্দোনেশিয়ায় আবারও এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দেশটির জাভা ও বালি দ্বীপে রিখটার স্কেল ৬ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত আনে।

বৃহস্পতিবার ওই ভূমিকম্পের পর ফের দেশটিতে আতঙ্কা ছড়িয়ে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বালি সমুদ্রে এই ভূমিকম্পের উৎপত্তি। জাভা দ্বীপ থেকে ৪০ কিলোমিটার দূরে এর কেন্দ্র ছিলো। পাশে রিসোর্ট দ্বীপেও এই কম্পন অনুভূত হয়।

নিহতদের তিনজনই পূর্ব জাভা দ্বীপের বাসিন্দা। ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে পড়ে তারা মারা যায় বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপানা বিষয়ক মুখপাত্র পুরো নুগ্রোহ। তিনি বলেন, দ্বীপের বাসিন্দার কিছুক্ষণের জন্য আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন।

এর মাত্র দু সপ্তাহ আগে (২৮ সেপ্টেম্বর) ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয় ইন্দোনেশিয়ার সুলাবেসি প্রদেশ। সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভেসে যায় গ্রামের পর গ্রাম। এই দুর্যোগে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে কর্তৃপক্ষের আশঙ্কা নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। কেননা এখনও সমুদ্র তীরবর্তী পালু শহরের হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত