ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় ঝড় বৃষ্টিতে ১২ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় ঝড় বৃষ্টিতে ১২ জনের মৃত্যু

শ্রীলঙ্কায় গত সপ্তাহের শেষ দিক থেকে বয়ে যাওয়া ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতে ১২ জন প্রাণ হারিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৯ হাজারেরও বেশি মানুষ ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া।

ডিএমসি’র মুখপাত্র প্রদীপ কোদিপ্পিলি বলেন, বৃষ্টি কমে আসলেও ভূমিধসের আশঙ্কায় নিরাপদকেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনকে বাড়ি না ফেরার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, একটা বৃষ্টিপাত ও নদীর পানি বেড়ে যাওয়ার কারণে দেশের নিম্নাঞ্চলের লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় কালুকারা জেলায় ভূমিধসের রেড এলার্ট বহাল রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। আটকে পড়া মানুষদের জন্য একটি জরুরি যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে ডিএমসি।

দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর জন্য শত শত সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে প্রসিডেন্টে মাইথ্রিপালা সিরিসেনা আশ্রয় শিবির ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের শুকনো খাবার, খাবার পানি ও চিকিৎসা সামগ্রী সরবরাহের নির্দেশ দিয়েছেন।

বন্দোপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে দেশে আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় প্রাকৃতিক দুর্যেোগ কোনো নতুন বিষয় নয়। চলতি বছরের মে মাসে দেশটিতে ভারী বর্ষণে ১৩ জন প্রাণ হারিয়েছিল।

সূত্র: সিনহুয়া

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত