ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

উগান্ডায় পাহাড়ধসে শহর ধ্বংস, নিহত ৩১

উগান্ডায় পাহাড়ধসে শহর ধ্বংস, নিহত ৩১

উগাণ্ডার পূর্বাঞ্চলে একটি পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। মাউন্ট এলগন থেকে ওই ধস নেমে আসে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। এতে পাদদেশে থাকা একটি ছোট্ট শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

দেশটির দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা কমিশনার মার্টিন ওয়ার জানান, বৃহস্পতিবার বিকালে এলগন পাহাড় থেকে ওই ধস নেমে আসে।

এসময় এলাকার বেশিরভাগ মানুষ একটি বাণিজ্য সেন্টারে আটকা পড়েছিল। পাহাড় থেকে বিশালাকৃতির অসংখ্য পাথরখণ্ড গড়িয়ে নিচের একটি নদীতে পড়ে। এতে নদীর পানি দুকূল উপচে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এসময় বানের জলে ভেসে যায় বহু মানুষ ও পশু। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের কারণে এই ধস হয় বলে জানা গেছে।

কমিশনার মার্টিন ওয়ার আরো জানান, দুর্যোগের পর সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। পাশাপাশি দুর্গতদের মধ্যে ত্রাণ সরবরাহ বিতরণ শুরু করেছে স্থানীয় সরকার।

উগান্ডায় এ জাতীয় প্রাকৃতিক দুর্যোগ কোনো নতুন ঘটনা নয়। ২০১০ সালে মাউন্ট এলগনে বড়ধরনের পাহাড়ধস হয়েছিল। তখন কমপক্ষে ৮০ জন নিহত হয়েছিল।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত