ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

তল্লাশির আগে সৌদির কনসাল জেনারেলের পলায়ন

তল্লাশির আগে সৌদির কনসাল জেনারেলের পলায়ন
সৌদি কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাবি

তুরস্কের ইস্তাম্বুলে নিযুক্ত সৌদি আরবের কনসাল জেনারেল উপস্থিত না থাকায় তার বাসভবন তল্লাশিতে বিঘ্ন ঘটে।

মঙ্গলবার আঙ্কারা থেকে রিয়াদ পাড়ি জমান সৌদির কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাবি। তিনি রিয়াদগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে তুরস্ক ছাড়েন।

সৌদি সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হওয়ার ঘটনায় মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তুর্কি পুলিশের সম্ভাব্য তল্লাশির কয়েক ঘণ্টা আগে তিনি তুরস্ক ছেড়ে যান।

এদিকে মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তল্লাশি চালানো হবে বলে ঘোষণা দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। ইতিমধ্যে তার বাসভবনের বাইরে ব্যারিকেড দিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সৌদির কনসাল জেনারেলের বাসভবনে মঙ্গলবার তল্লাশি চালানোর কথা থাকলেও এতে বিলম্ব ঘটছে।

তুর্কি কর্মকর্তারা জানান, যৌথ অনুসন্ধানের অংশ হিসেবে সৌদি আরবের কর্মকর্তাদের কনসাল জেনারেলের বাসভবনে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।

গত ২ অক্টোবর তালাক সংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন সাংবাদিক খাসোগি। এরপর তিনি নিখোঁজ হন। তুরস্কের ধারণা, কনস্যুলেটের অভ্যন্তরেই তাকে হত্যা করা হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে সৌদি কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত