ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

আমেরিকা আগুন নিয়ে খেলছে, হুঁশিয়ারি রাশিয়ার

আমেরিকা আগুন নিয়ে খেলছে, হুঁশিয়ারি রাশিয়ার

রুশ মন্ত্রী সের্গেই রিয়াবকভ এক বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা আগুন নিয়ে খেলছে।

বিবৃতিতে সের্গেই রিয়াবকভ বলেছেন, আগুন নিয়ে খেলা হবে বোকামি। শুধু তাই নয়, কিছুক্ষেত্রে তা বিপজ্জনকও হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চিনের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য। ট্রাম্প প্রশাসন রাশিয়ার সামরিক ও গোয়েন্দা সংশ্লিষ্ট আরও ৩৩ ব্যক্তি ও সংস্থাকে নিষিদ্ধের তালিকাভুক্ত করেছে।

আমেরিকার দাবি, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনায় জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে চীন। রাশিয়া হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে।

মস্কো দাবি করে, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার যে প্রবণতা তা ভুল পথে পরিচালিত হচ্ছে। মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার এই অভ্যাস বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে এবং তা বিপজ্জনক পদক্ষেপের অংশ।

সের্গেই রিয়াবকভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা আমেরিকার জাতীয় সময় কাটানোতে পরিণত হয়েছে। ২০১১ সালের পর এটা ৬০তম নিষেধাজ্ঞা। রুশ ডেপুটি বিদেশমন্ত্রী আর বলেন, ওয়াশিংটন কখনও মস্কোকে নিজের ইচ্ছামতো পরিচালনায় সফল হবে না।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত