ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

মোদিকে ছাড়বো না:‌ রাহুল গান্ধী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ০১:১০

মোদিকে ছাড়বো না:‌ রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একদিকে রাফাল দুর্নীতি অন্যদিকে রাতের অন্ধকারে সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে সরানোর বিষয়ে নয়াদিল্লিতে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তোপ দাগলেন তিনি।

এই নিয়ে শুক্রবার দেশজুড়ে কংগ্রেস বিক্ষোভ সমাবেশ করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি সিবিআই অফিসের বাইরে এই বিক্ষোভ দেখাবে কংগ্রেস বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কংগ্রেস প্রধানমন্ত্রীকে ছাড়বে না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাহুল।

এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, ‘‌রাত ২টোয় সরানো হয়েছে সিবিআই ডিরেক্টরকে। এটা অনৈতিক ও বেআইনি ঘটনা। সিবিআই ডিরেক্টর রাফাল দুর্নীতির তদন্ত করতে চেয়েছিল। তাই রাতেই তাঁকে সরিয়ে দেওয়া হল। সিবিআই ডিরেক্টরকে প্রধানমন্ত্রী একা অপসারণ করতে পারে না। প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী যৌথভাবে সিবিআই ডিরেক্টরের নিয়োগ এবং অপসারণ করতে পারে। সেখানে প্রধান বিচারপতির সঙ্গে কোনও কথা বলা হয়নি। তথ্য লোপাট করতেই এই কাজ করা হয়েছে।’‌

এই ঘটনা বিচারব্যবস্থার অপমান বলে রাহুলের অভিযোগ, ‘‌৩০ হাজার কোটি টাকা অনিল আম্বানির পকেটে ঢেলেছেন প্রধানমন্ত্রী। তদন্ত হলে তা পরিষ্কার হয়ে যেত। তাই রাতের অন্ধকারে সরানো হল সিবিআই ডিরেক্টরকে। তখন সরানো হয়েছে একাধিক ফাইল।’‌ তারপরই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়বে না কংগ্রেস। বিপাকে পড়বেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ধরা পড়বেই। কারণ একটা দুর্নীতি ঢাকতে করা হয়েছে একাধিক দুর্নীতি। রাফাল নিয়ে তদন্ত চান না প্রধানমন্ত্রী। রাফাল নিয়ে সাংবাদিক বৈঠকে তিন চারটে প্রশ্ন করুন। প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন। প্রয়োজন হলে আমি সেদিন আপনাদের সঙ্গে সাংবাদিক হয়ে যাবো। আর অর্থমন্ত্রী সিভিসি’‌র কথা বলছেন। নিজের মেয়ের বিষয়ে মুখ খুলুন। মেহুল চোকসির বিষয়ে মুখ খুলুন। দেশের মানুষ বোঝেন কোনটা সত্যি, কোনটা মিথ্যে।’‌ ‌

  • সর্বশেষ
  • পঠিত