ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ইকুয়েডর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অ্যাসাঞ্জের

ইকুয়েডর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অ্যাসাঞ্জের

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে ইকুয়েডর। এ অভিযোগ করেছেন স্বয়ং অ্যাসাঞ্জ।

ইকুয়েডর সম্প্রতি তাদের লন্ডন দূতাবাসে অ্যাসাঞ্জের থাকার ক্ষেত্রে নতুন কিছু বিধিবিধান জারি করেছে। সেই নতুন বিধির বিরুদ্ধে করা মামলার শুনানিতে অংশ নিতে গিয়ে এসব অভিযোগ করেছেন অ্যাসাঞ্জ।

চলতি মাসের শুরুর দিকে লন্ডনস্থ দূতাবাসে থাকার ক্ষেত্রে অ্যাসাঞ্জকে বেশ কিছু নতুন নিয়ম বেঁধে দেয় ইকুয়েডর। এর মধ্যে রয়েছে: ইন্টারনেট ব্যবহারের জন্য অর্থ পরিশোধ করা, নিজের পোষা বিড়ালের যত্ন নেওয়া, বাথরুম পরিষ্কার রাখা ও নিজের খাবার ও লন্ড্রির জন্য বিল পরিশোধ করা।

এ মাসের শুরুতেই উইকিলিকসের আইনজীবী বালতাসার গার্জন ইকুয়েডরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেন।

সোমবার টেলিকনফারেন্সের মাধ্যমে কুইটোতে অনুষ্ঠিত শুনানিতে অংশ নেন অ্যাসাঞ্জ। তিনি আদালতে যুক্তি দেখান, ইকুয়েডর যে শর্ত দিয়েছে তা তার মৌলিক অধিকার ও স্বাধীনতাকে লঙ্ঘন করে। একে দূতাবাস থেকে তাকে বিতাড়িত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।

উইকিলিকসের এডিটর-ইন-চিফ জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নিয়ে ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে বাস করছেন।

সূত্র: ইন্টারনেট

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত