ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

স্বদেশে ফিরলেন সৌদি বাদশাহ’র ভাই

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ০১:৪৪

স্বদেশে ফিরলেন সৌদি বাদশাহ’র ভাই

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বেঁচে থাকা একমাত্র আপন ভাই প্রিন্স আহমাদ বিন আবদুল আজিজ ব্রিটেনে স্বেচ্ছা-নির্বাসন থেকে স্বদেশে ফিরেছেন। সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বিশ্বে তোলপাড় চলছে তখন প্রিন্স আহমাদ নিজ দেশে ফিরলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, তার প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ কারণ অনেকে মনে করেন প্রিন্স আহমাদ বর্তমান যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জায়গা নিতে পারেন। যুবরাজ বিন সালমান জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় চাপের মুখে রয়েছেন।

প্রিন্স আহমাদের প্রত্যাবর্তন সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ সরকারিভাবে কিছু নিশ্চিত করে নি। তবে আহমাদের ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) তিনি স্বদেশে ফেরেন। এছাড়া, কয়েকটি সূত্রের বরাত দিয়ে লন্ডনভিত্তিক মিডল ইস্ট আই বলেছে, প্রিন্স আহমাদের ফেরার উদ্দেশ্য হচ্ছে তিনি রাজতান্ত্রিক সৌদি আরবের নেতৃত্বে ঝাঁকুনি দিতে চান।

তবে, কী শর্তে প্রিন্স আহমাদ ফিরেছেন তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, তার নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা পেয়েই তিনি ফিরেছেন।

  • সর্বশেষ
  • পঠিত