ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ফেসবুক বান্ধবী হাতিয়ে নিল ৯ লাখ টাকা

ফেসবুক বান্ধবী হাতিয়ে নিল ৯ লাখ টাকা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বান্ধবীর ফাঁদে পড়ে ৯ লাখ খোয়ালেন এক বৃদ্ধ।

ভারতের মুম্বাইয়ের ৬৫ বছরের ওই বৃদ্ধ একটি কোচিং সেন্টার চালান। আগস্টে ফেসবুকে লিওনি নামে এক নারীর সঙ্গে পরিচয় হয়। মধাপ্রাচ্যের জর্ডানের বাসিন্দা হিসাবে নিজের পরিচয় দেন ওই নারী। সেখানে একটি সেলুন চালান বলে জানান। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের মধ্যে।

আলাপ জমে ওঠার কিছুদিন পর আচমকাই অমিত নামের এক ব্যক্তি ফোন করে ওই বৃদ্ধকে। সে জানায়, ৭০ হাজার ডলার নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লিওনি। দিল্লি বিমানবন্দরে তাকে আটক করেছেন অভিবাসী দফতরের কর্মকর্তারা। ছাড় পেতে অবিলম্বে ২৪ হাজার টাকা দরকার। ছাড়া পেয়েই টাকা ফিরিয়ে দেবেন লিওনি।

বিশ্বাস করে ওই নারীর অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেন তিনি। কিন্তু তারপরও টাকার দাবি আসতে থাকে। এ ভাবে তিনমাসে ৯ লক্ষ ৪০ হাজার টাকা অজানা অচেনা ওই নারীর অ্যাকাউন্টে জমা দেন।

সন্দেহ জাগায় সম্প্রতি বেশ কয়েকবার অমিতকে ফোন করেন তিনি। কিন্তু ফোন বন্ধ পান। তখনই টনক নড়ে তার। শেষমেষ বুধবার কান্দিভালি থানায় ছুটে যান। লিখিত অভিযোগ দায়ের করেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত