ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা

শ্রীলঙ্কায় রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাব পাস হয়েছে। সেখানকার বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্যদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।

এর ফলে দেশটির চলমান রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত ২৬ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করে তার জায়গায় রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তখন থেকেই দেশটিতে রাজনৈতিক সংকট শুরু।

বুধবার স্পিকার কারু জয়সুরিয়ার উদ্যোগে ২২৫ সদস্যের পার্লামেন্ট ৭২ বছর বয়সী রাজাপাকসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটি আনা হয়। পার্লামেন্টে বিরোধী দলীয় সংসদ সদস্যের আনা প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট সিরিসেনা পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের যে নির্দেশ জারি করেন তাও মঙ্গলবার বাতিল করে দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

তার পরই বুধবার পার্লামেন্টে এ অনাস্থা প্রস্তাব পাস হলো।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত