ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

মোদি আমার মেয়েরও বন্ধু: ট্রাম্প

মোদি আমার মেয়েরও বন্ধু: ট্রাম্প

হোয়াইট হাউসে আসার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আবারও বললেন। সাথে যোগ করলেন, ‘এখন তো উনি আমার মেয়ে ইভাঙ্কারও ভাল বন্ধু হয়ে উঠেছেন।’

মেয়েকে সঙ্গে নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে দিওয়ালি উৎসব পালন করছিলেন ট্রাম্প। সঙ্গে ছিলেন একাধিক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কর্মকর্তা। ওই অনুষ্ঠানেই প্রথমে মোদি ও ভারতের ব্যাপক প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি ভারতের সঙ্গে ব্যবসা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করারও আগ্রহ প্রকাশ করেন।

কিন্তু যাদের জন্য এই দেওয়ালি উৎসব সেই হিন্দু সম্প্রদায়কেই বাদ দিলেন ট্রাম্প। টুইটারে দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি ‘হিন্দু’ শব্দটি উচ্চারণই করেননি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ভারত ও মার্কিন মুলুক জুড়ে!

ট্রাম্প প্রথমে দিওয়ালিকে বৌদ্ধ, শিখ, জৈনদের উৎসব বলে উল্লেখ করেন। নেটিজেনরা ভুল ধরিয়ে দিতেই সেটা মুছে আবার লিখলেন, আবার মুছলেন। তৃতীয়বার বক্তব্য পাল্টে লিখলেন, ‘হোয়াইট হাউসে হিন্দুদের এই আলোর উৎসব উদযাপন করতে পেরে আমি সম্মানিত।’

উৎসব শেষে এক সপ্তাহ পরে শুভেচ্ছাও জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ‘হিন্দুদের উৎসব থেকে হিন্দুদেরই বাদ দিয়ে দিলেন’!

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত