ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

খাশোগি হত্যায় আন্তর্জাতিক তদন্ত চাইছে তুরস্ক

খাশোগি হত্যায় আন্তর্জাতিক তদন্ত চাইছে তুরস্ক

সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যায় জড়িতদের খুঁজে বের করতে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে তুরস্ক।

বুধবার সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মেউলুত কাভুসোগলু এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডকে প্রকাশ্যে এনেছি। এ সংক্রান্ত সমস্ত প্রমাণ আমরা যারা যারা দেখতে চান, তাদের দেখিয়েছি।’ এরপরই তিনি এই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।

এর আগে তুরস্ক খামোগি হত্যা নিয়ে জাতিসংঘের তদন্তকারীদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছিলো।

মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েপে এরদোয়ান গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত খাশোগির অডিও রেকর্ড যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশকে শোনানো হয়েছে বলে জানিয়েছেলেন।

গত মাসের গোড়ার দিকে তালাক সংক্রান্ত কাগজপত্র সংগ্রহের জন্য সৌদি কনস্যুলেটে যান খাশোগি। এরপর আর তাকে দেখা যায়নি। কনস্যুলেটের অভ্যন্তরেই নির্মমভাবে হত্যা করা হয় তাকে। এই হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের সম্পৃক্ততা আছে বলে ধারণা করা হচ্ছে। তবে জামাল খাশোগি সৌদি কর্মকর্তাদের হাতে নিহত হওেয়ার কথা স্বীকার করলেও এর সঙ্গে সৌদি যুবরাজ বা সরকারের কোনো সংযোগ নেই বলে দাবি করছে রিয়াদ।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত