ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

ক্যালিফোর্নিয়া দাবানলে নিহত বেড়ে ৫৯

ক্যালিফোর্নিয়া দাবানলে নিহত বেড়ে ৫৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ২২৮ জন। তাই মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। আগুন থেকে বাাঁচতে সরিয়ে নেয়া হয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যের তিন লাখের বেশি মানুষকে। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের উত্তরাঞ্চলীয় শহর প্যারাডাইজ।

ক্যালিফোর্নিয়ায় দাবানলে এ পর্যন্ত প্রায় আট হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে আরো প্রায় ১৫৫০০ ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া, লাখ লাখ একর ভূমি পুড়ে গেছে।

এবারের এই দুর্যোগকে ১৯৩৩ সালে অনুষ্ঠিত ক্যালিয়োর্নিয়ার সবচেয়ে ভয়াবহ দাবানলের সঙ্গে তুলনা করা হচ্ছে। এতদিন পর্যন্ত লস এঞ্জলসের গ্রিফিথ পার্কের দাবানলটিকেই রাজ্যের সবচেয়ে ভয়াবহতম দুর্যোগ বলে মনে করা হতো। ওই দাবানলে ২৯ জন নিহত হয়েছিল।

দাবানলের ক্ষয়ক্ষতির জন্য স্থানীয় কর্তৃপক্ষের অব্যস্থাপনাকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: এবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত