ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

খাশোগি হত্যায় জড়িত ৫ জনের মৃত্যুদণ্ড চায় সৌদি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:৩০

খাশোগি হত্যায় জড়িত ৫ জনের মৃত্যুদণ্ড চায় সৌদি

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় পাঁচ সন্দেহভাজনের মৃত্যুদণ্ড চান সৌদি আরবের সরকারি কৌঁসুলি। বৃহস্পতিবার তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, খাশোগি হত্যায় মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খাশোগিকে হত্যার আদেশ দেয়া ও তা বাস্তবায়নে সরাসরি জড়িত থাকায় পাঁচজনের মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।

গত ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হন জামাল খাশোগি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সম্প্রতি জানিয়েছে, এ হত্যাকান্ডে জড়িত ছিল ১৫ জনের একটি দল। খাশোগিকে হত্যা করতেই তারা আঙ্কারা এসেছিলেন। এই ১৫ জনের মধ্যে অন্তত নয়জন সৌদি নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী অথবা সরকারের অন্যান্য মন্ত্রণালয়ে কর্মরত আছে।

চেহারা চিহ্নিতকরণ সফটওয়্যার, সৌদি মোবাইল ফোন নাম্বার, ফাঁস হওয়া সৌদি সরকারের গোপন নথি, প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের সহযোগিতায় সন্দেহভাজনদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত