ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

যুদ্ধক্ষেত্রে রোবট সেনা নামাচ্ছে ব্রিটেন

যুদ্ধক্ষেত্রে রোবট সেনা নামাচ্ছে ব্রিটেন

এবার রোবট সেনাকে যুদ্ধক্ষেত্রে নামাল ব্রিটেন। দেশটিতে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় রোবট সেনার যুদ্ধ মহড়া।

অন্তত ৭০ রকমের ফিউচারিস্টিক টেকনোলজির পরীক্ষামূলক ব্যবহার করল ব্রিটেন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন, মানববিহীন গাড়ি ইত্যাদি। চার সপ্তাহ ধরে চলবে ওই রোবট আর্মিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা। সবশেষে দেখা হবে কঠিনতম পরিস্থিতিতে এইসব রোবট লড়াই করতে প্রস্তুত কিনা।

যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে যখন সেনাবাহিনীর কাছে পানি, খাবার ফুরিয়ে আসে। তখন তাদের কাছে প্রয়োজনীয় জিনিসে পাঠিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এইসব রোবট ব্যাপকভাবে কাজে লাগবে। সেই পরীক্ষায় সফল হলে নজির গড়বে ব্রিটেন।

নজরদারি চালানো, দূরের লক্ষ্যভেদ করা, সেনাবাহিনীরে প্রয়োজনীয় জিনিস যোগান দেওয়া ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে রোবটের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

ব্রিটেনের এই মহড়ায় অংশ নিয়েছে ইউএস আর্মি, র‍য়্যাল মেরিন, রয়্যাল ট্যাংক রেজিমেন্ট গ্রুপ। অন্তত ২০০ সেনা এই মহড়ায় অংশ নিয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত