ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাবে কুকুর!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৭, ০৬:৩২  
আপডেট :
 ১৯ নভেম্বর ২০১৭, ০৯:১২

হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাবে কুকুর!

যারা কুকুর পুষছেন, তাদের জন্য সুখবর!

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা কুকুর পোষেন তাদের হৃদরোগ (কার্ডিওভাসকুলার) সহ অন্যান্য বেশ কয়েকটি রোগে মৃত্যুর সম্ভাবনা কমে যায়।

সুইডিশ বিজ্ঞানীদের একটি দল ৪০ থেকে ৮০ বছর বয়সী প্রায় ৩ দশমিক ৪ মিলিয়ন লোকের মধ্যে ‘কুকুর প্রতিপালন এবং হৃদরোগ’ বিষয়ক গবেষণার পর এই তথ্য জানায়।

আপসালা ইউনিভার্সিটির মেডিক্যাল সায়েন্স অ্যান্ড সায়েন্স ফর লাইফ ল্যাবরেটরি বিভাগের পিএইচডির ছাত্র মোয়েইয়া মুবাঙ্গা জানান, ‘যারা একটি কুকুর পোষেন তাদের ক্ষেত্রে হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা অন্যদের চেয়ে ৩৩ শতাংশ এবং এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ কমে যায়।’

তিনি বলেন, ‘যারা একা থাকেন তাদের নিরাপত্তার জন্য কুকুর পোষা খুবই উপকারী। তাছাড়া, নিঃসঙ্গ মানুষের ক্ষেত্রে কুকুর তার পরিবারের একজন সদস্যের মতোই।’

এর পেছনে কারন হিসেবে গবেষণায় সংশ্লিষ্ট লেখক টোভ ফল জানান, ‘আমরা জানি সাধারণতঃ যারা কুকুর পোষেন তাদেরকে বেশকিছু কাজকর্ম করতে হয়, যা হতে পারে হৃদরোগ কমানোর ক্ষেত্রে একটি প্রতিবন্ধক। এছাড়া একটি ভাল সামাজিক বন্ধন গড়ে ওঠার পাশাপাশি কুকুর তার মালিকের শরীরের ব্যাক্টেরিয়াল মাইক্রোবায়োমের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে।’

টোভ আরও জানান, ‘গবেষণার সময় কুকুর কেনার আগে এবং পরে প্রতিপালকদের ফলাফলে ভিন্নতা পেয়েছি আমরা। অনেকেই শরীরকে কর্মব্যস্ত রাখতে কুকুর পুষে থাকেন।’

তাহলে বোঝাই যাচ্ছে যে কুকুর আসলেই মানুষের ‘সবচেয়ে ভাল বন্ধু’!

গবেষণাটি পরিচালনা করে আপসালা ইউনিভার্সিটি এবং এর ফলাফল প্রথমবারের মতো প্রকাশিত হয় সায়েন্টিফিক রিপোর্টসে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এসএস/

  • সর্বশেষ
  • পঠিত