ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

হোটেলের বিছানা-বালিশ যে কারণে সাদা হয়

হোটেলের বিছানা-বালিশ যে কারণে সাদা হয়

বেড়াতে গিয়ে যে হোটেলেই উঠুন না কেন, সেখানকার বিছানার চাদর, বালিশ সব কিছুই সাদা। একটা বা দুটি নয়, প্রায় সব হোটেলেই এমনটি হয়। কখনও মনে প্রশ্ন জেগেছে কি এরকম কেন করা হয়? এর পিছনে রয়েছে বেশ কিছু যুক্তি ও কারণ। চলুন জেনে নেওয়া যাক সেই কারণগুলি।

১) ১৯৯০ সালে হোটেলের রুমে সাদা চাদর-বালিশ-তোয়ালের বহুল ব্যবহার শুরু হয়। ওয়েস্টিন এবং শেরাটন হোটেলের ভাইস প্রেসিডেন্ট অব ডিজাইন, এরিন হুভারের মতে সাদা বিছানা অতিথিদের মনে একটি আনন্দ অনুভূতি সৃষ্টি করে। রুমে প্রবেশ করা মাত্রই অতিথিদের মনে হয় এই মাত্র রুমটিকে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে। তাই এই সাদা চাদরের ব্যবহার ক্রমাগত বাড়তে থাকে।

২) সাদা রং মানুষের মনে শুভ্রতা এবং পরিচ্ছন্নতার ওপর জোর দেয়। এই রং মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করা হয়৷

৩) সাদা রং আলোর প্রতিফলন ঘটায়৷ যার ফলে হোটলের রুম আরও উজ্জ্বল বলে মনে হয়।

৪) চাদর-বালিশ একটু নোংরা হলে একইসঙ্গে ভিজিয়ে তা ধোওয়া যায়। অন্যান্য রংয়ের হলে একটার থেকে অন্যটাতে রং লেগে যাওয়ার ভয়ও থাকতে পারে।

৫) সাদা রং বিলাসিতার প্রতীক বলেও মনে করেন অনেকে। তাই হোটেল বেশি বিলাসবহুল না হলেও বিছানায় সাদা চাদর ব্যবহার কিন্তু প্রায় সকলেই ব্যবহার করে।

সূত্র: ইন্টারনেট

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত