ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

কাঁচি নয়, আগুন দিয়ে চুল কাটা!

কাঁচি নয়, আগুন দিয়ে চুল কাটা!

সেলুন, পার্লার বা বাসাবাড়ি যেখানেই চুল কাটানো হউক না কেন এর প্রধান মাধ্যম তো কাঁচি। সব নাপিতরাই তো কাঁচি বা নরুন দিয়েই চুল কেটে থাকেন। কিন্তু আগুন দিয়ে চুল কাটার কথা কখনও শুনেছেন? শুনুন বা না শুনুন চুল কাটার এটাই হচ্ছে আধুনিক পদ্ধতি। আর এই পদ্ধতি নাকি ইদানিং বেশ সাড়া ফেলেছে, বিশেষ করে ভারতের দিল্লিতে। ফায়ার হেয়ারকাট নামক এই ফ্যাশন সাদরে গ্রহণ করছে দেশটির তরুণ প্রজন্ম।

এই পদ্ধতিতে চুল কাটার আগে একটি বিশেষ লোশন ও পাউডার খদ্দেরের চুলে ও মুখে মাখিয়ে দেয়া হয়। তারপর আগুন দিয়ে তাদের হেয়ারস্টাইল করেন। তবে পাকাপাকি নয়। অল্প সময় থাকবে। এরপর পানি দিলেই সেই আগুনে হেয়ারস্টাইলের দফারফা।

সম্প্রতি ভারতের দিল্লিতে চালু হওয়া 'ফায়ার হেয়ারকাট' দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দিল্লি শহরে যেসব সেলুনে 'ফায়ার হেয়ারকাট' সিস্টেম আছে। সেসব সেলুনে স্টাইলিশ তরুণ-তরুণীদের ভিড় বাড়ছে। এ পদ্ধতিতে মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে চুল পুড়িয়ে খাটো করা হয়। অবশ্য ভিডিও ক্লিপটি দেখলে চুল কাটার নতুন এ পদ্ধতি সম্পর্কে ধারণা আরো পরিষ্কার হবে।

দেখুন ভিডিও

সূত্র: ইন্টারনেট

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত