ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ঘনিষ্ট মুহূর্তের আগে মাথায় রাখুন টিপসগুলো

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০১

ঘনিষ্ট মুহূর্তের আগে মাথায় রাখুন টিপসগুলো

ঘনিষ্ট মুহূর্তের সময় একটু এদিক ওদিক হয়ে গেলেই বিপদ৷ তাই সচেতন থাকতে হয় সর্বক্ষণ৷

ভালোর উপর আরও একটু ভালো? তা তো হতেই পারে৷ তার জন্য মাথায় রাখতে হবে কয়েকটি টিপস৷

বেশি বকবক নয়: কথা বলুন৷ কিন্তু বেশি নয়৷ যতটুকু দরকার, ততটুকুই৷ তবে কথা বলতে বলতে ঘনিষ্ঠ হলে নাকি আবেগ বাড়ে৷ তাই প্রয়োজনমাফিক কথা বলুন৷ মাত্রাতিরিক্ত নয়৷

নেতিবাচকতা ঝেড়ে ফেলুন: আপনার পার্টনারের যা কিছু নেগেটিভ, তা কিন্তু বলার সময় নয় এটা৷ তাই নেতিবাচক চিন্তাভাবনা ঝেড়ে ফেলুন৷

আরও পড়ুন: অভিনেতার স্ত্রীর সামনে মাস্টারবেশন, অত:পর

ফোন: ভুল করেও এই সময় ফোন রিসিভ করবেন না বা কাউকে ফোন করবেন না৷ দরকার হলে ফোন সাইলেন্ট করে রাখুন৷

ঝুঁকি মুক্ত থাকুন: সচেতন থাকুন৷ হাজার ব্যস্ততাতেও প্রোটেকশন নিন৷ সেটা ভুলেও ভুলে যাবেন না৷

শক্ত কাঠ হবেন না: এই সময় কখনই শক্ত কাঠের মতো হয়ে থাকবেন না৷ যেভাবে খুশি বডি মুভমেন্ট করুন৷ এই সময় কখনই লজ্জা পাবেন না৷

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত