ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

পুরনো ছাতা হোক নতুনের মত রঙিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০১৮, ১৫:৩৭  
আপডেট :
 ২৩ মে ২০১৮, ১৫:৪৩

পুরনো ছাতা হোক নতুনের মত রঙিন

সকালের আকাশে রোদ দেখে বের হয়েছেন কিন্তু বিকেলে রূপ পাল্টে ঝুম বৃষ্টি। কিছুদিন ধরে এমন আবহাওয়াই দেখা যাচ্ছে রাজধানী ঢাকা সহ পুরো দেশে। তবে রোদ হোক আর বৃষ্টি যে জিনিসটি এই মৌসুমে আপনার সঙ্গে রাখতেই হবে তা হলো ছাতা। কিন্তু পুরনো ছাতাটি যদি আর ব্যবহারের উপযোগী না থাকে তাহলে কী করবেন? আপনার পুরনো ছাতাকেই দিয়ে দিন নতুন রূপ। আর এর জন্য খুব বেশি খরচও করতে হবে না আপনাকে।

ছাতার উপরে লাগানোর জন্য বিভিন্ন ধরনের লেস কিনতে পাওয়া যায়। আপনি চাইলে বিভিন্ন রঙের লেস দিয়ে নকশাও করতে পারেন। তবে লেসগুলো সেলাই করে লাগিয়ে দিন যাতে সেগুলো পানিতে খুলে না যায়। রোদে ব্যবহারের জন্য পুরনো ছাতায় বিভিন্ন রঙ দিয়ে নকশা করে নিতে পারেন। আর এ রঙ দিয়ে খুব সহজেই আপনার ছাতাকে ভিন্ন রূপ দিতে পারেন।

এক রঙের ছাতার উপরে অন্য একটি রং দিয়ে ছোট ছোট ফুল বা পাতার নকশা করা যেতে পারে। এতে আপনার ছাতাটি অনেক রঙিন দেখাবে। এমন কি বিভিন্ন পাথর, চুমকি, অন্য রঙের কাপড় কেটেও ইচ্ছামত নকশা করতে পারেন। বাচ্চাদের ছাতায় কার্টুন স্টিকার লাগিয়ে দিন। আরএ/এসএস

  • সর্বশেষ
  • পঠিত