ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শৌচাগারে বসলেই জানা যাবে শরীরের অবস্থা!

শৌচাগারে বসলেই জানা যাবে শরীরের অবস্থা!

শৌচাগারে বসলেই জানা যাবে শরীর কতটা সুস্থ! বিজ্ঞানীরা জানিয়েছেন, এই কাজটি করা হবে উচ্চ পর্যায়ের প্রযুক্তির সাহায্যে।

মানুষকে দীর্ঘায়ু করা বিজ্ঞানের অন্যতম লক্ষ্য বিজ্ঞানীদের। রোগকে ঠেকিয়ে রেখে, স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করতেই সে চায়। সে কাজে অন্যতম জরুরি ব্যাপার হল, রোগকে চিনতে পারা। রোগ শনাক্তকরণের পদ্ধতি যত সহজসাধ্য হবে, তার নিরাময়ের কাজও শুরু হবে তত দ্রুত। মানুষের জীবনও হবে তত লম্বা।

চলতি সপ্তাহে ব্রিটেনে চলছে ‘স্মার্ট হোম উইক’। সক্রিয় সহায়তায় রয়েছে গুগল, অ্যামাজন, ইবে ইত্যাদি নামি ব্র্যান্ড।

আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার খবর, সেখানেই অ্যাপ্লায়েড ফিউচারিস্ট টম চিজরাইট বলেন, সেই দিন আর বেশি দূরে নয় যখন এমন আধুনিক বাড়ি মানুষ বানিয়ে ফেলতে পারবে, যেখানে টয়লেটই বাতলে দেবে তার শরীরের অবস্থা। শুধুমাত্র মল পরীক্ষা করেই বলে দিতে পারবে সব কিছু। এই অসাধ্য সাধন হবে উচ্চ পর্যায়ের প্রযুক্তির সাহায্যে, আশায় বিজ্ঞানীরা।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত