ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ইফতারিতে তরতাজা শরবত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৫:০১

ইফতারিতে তরতাজা শরবত

ইফতারিতে প্রথমেই সবাই শরবত খেতে পছন্দ করে। কিন্তু বিভিন্ন শরবতের রেসিপি না জানার কারণে প্রায় সব দিন একই রকম শরবত দিয়ে ইফতার করতে হয়। তাই আজ আপনাদের জন্য রয়েছে ২ ধরনের শরবতের রেসিপি।

শসা-আনারসের যুগলবন্দি

উপকরণ লেবুর রস ৩ টেবিল-চামচ, শসা ২টা, আনারস অর্ধেকটা, পানি ১ কাপ, টুকরো বরফ, লবণ স্বাদমতো, পুদিনাকুচি ১ চা-চামচ।

প্রণালি শসা ও আনারসের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একসঙ্গে বাকি সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে বিট করুন। তারপর ছেঁকে ফ্রিজে ভরে রেখে দিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

আদা-লেবুর টক ঝাল শরবত

উপকরণ লেবুর রস কোয়ার্টার কাপ, পানি ১ কাপ, আদাকুচি ১ চা-চামচ, সবুজ মরিচ (না দিলেও চলে), টালা জিরাগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, বরফকুচি।

প্রণালি সব উপকরণ নিয়ে একসঙ্গে মেশান। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। উপরে বরফকুচি দিয়ে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত