ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ঈদ বাজারে পদ্মাবতী পোশাকের ঝড়

  রিফাত পারভীন

প্রকাশ : ২৮ মে ২০১৮, ১৩:৫২

ঈদ বাজারে পদ্মাবতী পোশাকের ঝড়

ঈদের আগে এখন চলছে নতুন পোশাক কেনার ধুম। বাজার গুলো এখন পরিপূর্ণ বাহারি রকমের দেশি বিদেশি পোশাকে। প্রায় প্রতি বছরই কোনো সিনেমা, নায়িকা বা সিরিয়ালের নামে জনপ্রিয় হয় মেয়েদের পোশাক। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদ বাজারে নতুন সেনসেশন পদ্মাবতী পোশাক। বাজার ঘুরে দেখা গেছে তরুনীদের পছন্দের তালিকায় প্রথমেই আছে পদ্মাবতী নামের এই পোশাকটি।

অরচার্ড পয়েন্টের বিক্রয়কর্মী রাসেল বলেন, এবার ঈদ বাজার পদ্মাবতী পোশাকের দখলেই আছে। তবে পোশাকের কোনো নাম হয় না। বিশেষ করে সিনেমার নায়িকার পড়া পোশাকই জনপ্রিয়তা পাওয়ায় এমন ধরনের নাম হয়।

অনেকটা গাউন ও লেহেঙ্গার আদলে করা এই পোশাকটি ভারতীয় সিনেমা পদ্মাবতে পড়েছিলেন নায়িকা দীপিকা পাডুকোন। যদিও সিনেমায় পড়া নায়িকার পোশাকের মত হুবুহু নয়। তবুও কিছুতা মিল থাকায় ঈদ বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় পদ্মাবতী পোশাক।

দামের দিক দিয়েও অনেকের বাজেটের মধ্যে আছে এই পোশাকটি। বাজারে পদ্মাবতী পোশাকের দাম ৪০০০ টাকা থেকে ৮০০০ টাকা।

ঈদের পোশাক কিনতে আসা সুপ্রিয়া জানান, যে দোকানে যাচ্ছি সে দোকানেই দেখছি পদ্মাবতী জামা। দেখতে ভালই লাগছে, তাই আজ পদ্মাবতী কিনতে আসেছি।

এছাড়াও গরমের কথা চিন্তা করে অনেকেই পাতলা জর্জেট ও সুতি কুর্তি কিনছেন। দোকানিরা জানান বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীরাই বেশি কিনছেন কুর্তি।

তবে আগের বছর গুলোর মত এ বছরও ঈদ বাজারে গাউন খুব চলছে। জর্জেট ও সিনথেটিক কাপড়ের এই গাউন গুলোতে গলার সামনে দিয়ে পাথর, পুঁতি ও পার্লের কাজ করা। গাউন গুলোর দাম ২০০০ টাকা থেকে ৮০০০ টাকা পর্যন্ত।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত