ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

যা করবেন প্রিয়জনের রাগ ভাঙাতে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০১৮, ১২:৫৯  
আপডেট :
 ২১ জুন ২০১৮, ১৩:০৫

যা করবেন প্রিয়জনের রাগ ভাঙাতে

ভালোবাসার মানুষের সাথে একটু মন কষাকষি হতেই পারে। কিন্তু তা নিয়ে পড়ে থাকলে কি করে হবে। প্রিয়জনের সাথে কি আর রাগ চলে। তাই ঝগড়া হলেও তা নিয়ে বেশি সময় পড়ে থাকা চলবে না। আর এতেই সম্পর্ক হবে মজবুত। জেনে নিন কিভাবে প্রিয়জনের রাগ ভাঙাবেন।

ভালোবাসা যেখানে থাকবে সরি শব্দটিও সেখানে থাকবে। যদি কোনো কারণে তার মনে কষ্ট দিয়ে ফেলেন তবে অন্য সব চিন্তা বাদ দিয়ে তাকে সরি বলুন মন থেকে। দেখবেন মনের গভীর থেকে বলা সরি সে ঠিকই বুঝতে পারবে।

কিন্তু আপনি যদি শুধু মাত্র ঝগড়া শেষ করতে সরি বলেন তা সহজেই বুঝে ফেলবেন আপনার সঙ্গী। তাই আন্তরিকতার পরশ নিয়ে বলুন সরি।

ঝগড়া হলে দেরি করে সরি বলবেন না। এতে তার কষ্ট আরো বাড়বে। আর আপনার সম্পর্ক হবে হালকা। আর ভালোবাসায় ইগো তো একেবারেই রাখা যাবে না। কারণ এটি আপনার সম্পর্ককে একেবারের নিরস করে দেবে।

আবার প্রযুক্তির এই যুগে অনেকেই সরি বলার জন্য যন্ত্র বেছে নেন। জি না এটা করা যাবে না। মুখেই বলতে হবে সরি। এতে আপনার আবেগটা পরিষ্কার বোঝা যাবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত