ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

গরমে আরামদায়ক ফতুয়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৬:৪৯

গরমে আরামদায়ক ফতুয়া

এই গরমে তরুণীদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে টপ বা ফতুয়া। বর্তমানে খাটো, লম্বা—সব ধরনের ফতুয়াই চলছে বাজারে।

বেশি গরমের কথা মাথায় রেখে ফতুয়া গুলোতে ব্যবহার করা হয়েছে পিওর জর্জেট, সুতি ও সিল্কের মতো আরামদায়ক কাপড়। সেই সঙ্গে উজ্জ্বল রঙের স্ক্রিন প্রিন্ট, ছাপা নকশা, হাতের কাজ, এমব্রয়ডারি—সবই থাকছে ফতুয়ায়। কোনো একটি বিশেষ রং নয়, বরং একাধিক রং দেখা যায়।

গরমে ঢিলাঢালা ও কুঁচি দেয়া হাতার ফতুয়া গুলো খুবই আরামদায়ক। আবার কোনোটিতে ব্যবহার করা হয়েছে কটি। এছাড়া টপ ও ফতুয়ার সুতি, লিনেন, এন্ডি কটন, সিল্ক ও ভয়েল কাপড় ব্যবহার করা হয়েছে যা সব জায়গায় ব্যবহারের জন্য উপযোগী।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত