ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

রঙ্গিন নেইলপলিশের ফ্যাশন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৬:৩৬  
আপডেট :
 ১৮ জুলাই ২০১৮, ১৭:০৬

রঙ্গিন নেইলপলিশের ফ্যাশন

হাত পায়ের নখ রাঙাতে নেইলপলিশ ছাড়া আর কি আছে। এক সময়ে যদিও আলতা দিয়েই চলতো নখ রঙ্গিন করার কাজ। আর এখন নেইলপলিশ ব্যবহারের ধারাটা বদলে গেছে।

কেমন নেইলপলিশ ফ্যাশনাবল

হাল ফ্যাশনে ম্যাট নেইলপলিশের চল রয়েছে। খুব ঝকমকে নখের সাজ তরুণীরা পছন্দ করছে না। তাই পছন্দের তালিকায় আজকাল আর গ্লিটার থাকছে না। তবে নখে অল্প চকচকে ভাব আনতে শিমার নেইলপলিশ আছে। এক একটি নখে আলাদা আলাদা রঙের ব্যবহার করতে পারেন। জেল নেলপলিশও ফ্যাশনের ধারায় উঠে এসেছে। নখের সামনে অল্প সাদা রং আর বাকি অংশে স্বচ্ছ নেইলপলিশের ব্যবহারও হচ্ছে।

নানা রং, নানা ব্র্যান্ড

লাল বা গোলাপির মতো উজ্জ্বল রং যেমন পছন্দ করছেন ক্রেতারা, তেমনি আবার হালকা রঙেরও কদর অনেক। এল এ কালারস, ইসাবেল, ল’রিয়াল, মেবিলিন, বডি শপ, গোল্ডেন রোজ, নিওর, মিস অ্যান্ড মিসেস, ফ্লোরমার, মার্ক জ্যাকবস, লা ফেমি, পার্ল ফ্যাশন, ইউশাইন, হুদাবিউটি, কাইলি, ব্লু হেভেন, হোয়াইট হাউস, বেভন, জোভি, অ্যারোমাসহ নানা ব্র্যান্ডের নেইলপলিশ রয়েছে বাজারে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত