ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কখন বুঝবেন চাকরি পরিবর্তন করা উচিত?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ০৯:০২

কখন বুঝবেন চাকরি পরিবর্তন করা উচিত?

এক অফিসে চাকরি করার মানেই এই নয় যে সেখানে দীর্ঘ দিন কাজ করতে হবে। কারণ সন্তুষ্টি না নিয়ে কাজ করলে আপনার সমস্যা বাড়বে। তাই মিলিয়ে নিন এই বিষয় গুলো ঘটছে না তো আপনার সাথে.....

কাজ করতে গিয়ে যদি বোঝেন আপনি আর আপনার কাজ উপভোগ করছেন না তবে অবশ্যই বিষয়টি ভাবার মত। কাজের বেশির ভাগ সময় যদি আপনার বিরক্ত মনে হয়, সেটি কোনভাবেই আপনার ক্যারিয়ারের জন্য ভাল না।

আপনার কাজ ও পরিশ্রমের যথাযথ প্রতিদান পাওয়ার অধিকার আপনার আছে। যা আপনাকে কাজ করতে উৎসাহ দেবে। নিজেকে আন্ডারপেইড মনে হলে অবশ্যই কাজ করার স্পৃহা কমে যাবে।

নিজের সকল মেধা, শ্রম ও চেষ্টা দিয়ে ভাল কাজ করার পরও যদি তার স্বীকৃতি না পান তবে তা ভাল নয়। কাজের প্রশংসা না পেলে ভাবতে হবে আপনি কি আদৌ কাজের সঠিক মূল্যায়ন পাচ্ছেন?এটি আপনাকে ডিমোটিভেট করবে।

যদি আপনার বর্তমান কর্মক্ষেত্রে কোন চ্যালেঞ্জ বা নতুন সুযোগ না থাকে, তবে অন্য অপশনের কথা ভাবুন যা আপনার পারসোনাল ও ক্যারিয়ার গ্রোথ উভয়কে সাহায্য করবে।

অফিসে যাওয়ার কথা ভাবলেই যদি ক্লান্ত বোধ হয়। সাপ্তাহিক ছুটি শেষ হলেই যদি দেখেন হতাশা আপনাকে ঘিরে ধরেছে। তবে আপনার চাকরি পরিবর্তনের সময় এসেছে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত