ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ভ্রমণ যখন ইউরোপে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১৪:২১  
আপডেট :
 ১১ আগস্ট ২০১৮, ১৫:১৯

ভ্রমণ যখন ইউরোপে

আসছে ঈদের ছুটি। এই সময়ে অনেকেই চলে যান পরিবারসহ দেশের বাইরে। আজকে দেয়া হলো ইউরোপের শহরগুলোতে দেখতে পারেন কী কী।

ইউরোপ ঘোরার শুরুটা করতে পারেন লন্ডন দিয়ে। রাজপ্রাসাদ দেখাতে পারেন বাকিংহাম প্যালেস ট্যুরের টিকিট কেটে। আবার যেতে পারেন সায়েন্স মিউজিয়ামে বা মাদাম তুসোর মিউজিয়ামে।

আবার চাইলে ট্যুর শুরু করেন প্যারিস দিয়ে। ল্যুভর মিউজিয়াম, আইফেল টাওয়ার দেখতে পারেন। বসতে পারেন কোনো ক্যাফে বা রেস্তোরাঁয়। স্বাদ নিতে পারেন ফরাসি খাবারের।

ইস্তানবুলের সঙ্গে অনেকেরই পরিচয় আছে। এখানে গেলে ঘুরে দেখতে পারেন তপকাপি প্যালেস, হাজিয়া সোফিয়া মিউজিয়াম, সুলতান আহমেদ মসজিদ বা গ্র্যান্ড বাজার।

আমস্টারডামে রয়েছে একাধিক মিউজিয়াম। এখানে আছে অ্যানা ফ্রাঙ্কের মিউজিয়াম। ঘুরতে পারেন ভ্যান গগ মিউজিয়ামে।

ইতালিতে ঘুরতে পারেন মিলান ক্যাথেড্রাল, লিওনার্দো দ্য ভিঞ্চি ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রাতে করসো সান গোতারদোর ক্যাফেতে যেতে পারেন।

ঐতিহাসিক ভিয়েনায় রয়েছে সেন্ট স্টিফেন্স ক্যাথেড্রাল, বেলভেডিয়ার কমপ্লেক্স বা হফবার্গ ইম্পেরিয়াল প্যালেসের মতো জায়গা।

স্থাপত্য শিল্পে উৎসাহীদের জন্য প্রাগ শহর আদর্শ। গথিক, বারোক বা রেনেসাঁ স্টাইলের একাধিক স্থাপত্য ছড়িয়ে রয়েছে শহর জুড়ে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত