ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ঈদের ছুটিতে প্রয়োজনীয় যা সাথে নেবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১১:১৩  
আপডেট :
 ১২ আগস্ট ২০১৮, ১১:২৪

ঈদের ছুটিতে প্রয়োজনীয় যা সাথে নেবেন

বেশ কিছু দিনের মধ্যেই ঈদের ছুটি শুরু হয়ে যাবে। কোরবানির ঈদ মানেই পরিবারের সাথে গ্রামে ঈদ। তাই এই ছুটিতে সাথে নিতে হবে জরুরি কিছু জিনিস। ভ্রমণের দিন তাড়াহুড়ো না করে আগে থেকেই ব্যাগে গুছিয়ে রাখুন কী কী নিতে হবে বাড়ি যাওয়ার সময়।

ব্যাগ গোছানোর সময় হ্যান্ড ওয়াশ, পেস্ট, ব্রাশ, সাবান , শ্যাম্পু-কন্ডিশনার, পারফিউম ইত্যাদি রাখতে হবে। পুরুষরা মনে করে ব্যাগে নিন শেইভিং ক্রিম ও মেশিন। আর মেয়েরা সঙ্গে রাখুন দরকারি স্যানিটারি প্যাড।

যেহেতু দূরে যাচ্ছেন তাই পাওয়ার ব্যাঙ্ক, চার্জার অবশ্যই ব্যাগে রাখুন। ফোনের ব্যাটারি শেষ হলে যে কী সমস্যার মুখেমুখি হতে হয়, তা কম-বেশি সকলেই জানি। তাই সে দিকটা খেয়াল রাখুন।

বাড়িতে যাওয়ার সময় খাবারদাবারের জন্য হোটেল যে পাবেন তা কিন্তু নাও হতে পারে। তাই সঙ্গে রাখুন কিছু শুকনা খাবার। যাত্রাপথে খিদে পেলে এই খাবার আপনাকে রক্ষা করবে।

ঈদের ছুটিতে যাওয়ার সময়ে সব থেকে প্রয়োজনীয় জিনিস যা নিতেই হবে তা হলো ওষুধ। সাথে না থাকলে দোকান থেকে যাত্রা শুরু হওয়ার আগেই কিনে নিন। এছাড়াও ক্ষত নিরাময়ের ব্যান্ডেজ, স্যাবলন ও তুলা নিন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত