ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ঈদে তৈরি করুন মুরগীর মাংস ভর্তা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১৩:৪৭

ঈদে তৈরি করুন মুরগীর মাংস ভর্তা

আর কিছুদিন পর কোরবানীর ঈদ। যে ঈদে চারিদিকে থাকে শুধু গরু ও খাসির মাংসের ছড়াছড়ি। সেগুলো খেতে খেতে একধরণের অরুচি ধরে যায়। তখন মনে হয়, অন্যরকম কিছু একটা হলে হয়ত ভালো হতো। তো, ঈদের খাবারে সেই অন্যরকম কিছু পেতে খেতে পারেন মুরগীর মাংস ভর্তা।

প্রয়োজনীয় উপকরণ:

হাড় ছাড়া ‍মুরগীর মাংস- ১/২ কাপ।

রসুন মোটা করে কাটা- ১/৪ কাপের একটু বেশি।

কাঁচা মরিচ- পরিমাণ মতো।

লবণ- স্বাদমতো।

সরিষার তেল- ১/৪ কাপ।

ধনেপাতা- বড় এক মুঠো।

জিরা গুঁড়া- ১/৪ চা চামচ

যেভাবে বানাবেন: প্যানে সরিষার তেল গরম করে লবণ ও ধনেপাতা বাদে বাকি সব উপকরণ দিয়ে দিন। অল্প আঁচে ভাজুন। খেয়াল রাখবেন, মাংস যেন ভাজা ভাজা না হয়, কেবল সেদ্ধ হবে। মাংস সেদ্ধ হলে ধনেপাতা দিয়ে দিন। একটু নেড়ে নামিয়ে নিন। মিশ্রণটি একটু ঠান্ডা হলে লবণ দিয়ে দিন। ভালো করে মিশিয়ে একে পাটায় মিহি করে বেটে নিন। এবার পরিবেশন করুন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত