ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কেমন হবে লং ডিসট্যান্স ভালোবাসা?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১০:৪৭

কেমন হবে লং ডিসট্যান্স ভালোবাসা?

কাজের জন্য বা অন্য যে কোনো প্রয়োজনে আপনার সঙ্গী না পার্টনার থাকতে পারেন অন্য দেশে বা শহরে। একে বলে লং ডিসট্যান্স ভালোবাসা। কিন্তু কাছের মানুষকে না দেখে কত দিন আর থাকা যায়। তাই সম্পর্কে হতে পারে নানা সমস্যা। কিন্তু আপনার সম্পর্ক কতটা মজবুত তা দেখার সময় এটিই।

সম্পর্কের স্বচ্ছতা সব সময়েই সম্পর্ককে ভাল রাখে। দূরে থাকার কারণে সঙ্গীকে মোটামুটি আপডেট দিয়ে রাখলে ভাল। এতে সঙ্গীর সন্দেহপ্রবণ হওয়ার সম্ভাবনাটা কমে।

দিনে অন্তত একবার ফোনে কথা বলাটা জরুরি যা পাঁচ মিনিটের জন্য হলেও। কারণ, ভালোবাসা থাকলে মনের মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছে করাটাই খুব স্বাভাবিক।

সঙ্গী যখন অন্য শহরে থাকেন, তখন অচেনা বা অল্প চেনা কারও সঙ্গে কফি বা ডিনার বা লাঞ্চ যাওয়ার আগে, এক বার তাকে জানিয়ে যান। কারণ দূরে থাকলে সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে নিরাপত্তাহীনতা কাজ করে।

সঙ্গী বা সঙ্গিনী যখন দূরে তখন অন্য বন্ধু বা বান্ধবীদের সঙ্গে খুব বেশি পার্টি না করাই ভাল। অনেক সংবেদনশীল পার্টনারেরও এতে মন খারাপ হতে পারে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত