ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

অফিসে যে ৪ ধরণের মানুষ দেখা যায়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১৬:৫২

অফিসে যে ৪ ধরণের মানুষ দেখা যায়
ফাইল ছবি

কর্মক্ষেত্রে নানা ধরণের মানুষ দেখা যায়। কারণ প্রতিটি মানুষ একজন আরেকজন থেকে আলাদা। তবে এরমধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের জন্য আপনার অফিস মোটেও বোরিং হবে না। এদের কথা চিন্তা করলে আপনি ২ মিনিট ধরে হাসতে পারবেন। এরকমই চার ধরণের মানুষ নিয়ে আজকের আলোচনা। চলুন জেনে নেয়া যাক...

ফিস-ফিস:

অফিসে এরকম একটা গ্রুপ থাকবে যারা সবসময়ই ফিস ফিস করবে। শুনে মনে হয় যেন রাতের বেলা প্রেমিক-প্রেমিকা ফোনালাপে ব্যস্ত। অফিসে বসে ন্যাকামি করাতেও এরা বেশ পটু।

ব্যস্ত কর্মচারী: সব অফিসেই এমন মানুষ আছে দুই-একজন, যারা কাজ নিয়ে খুব সিরিয়াস। অফিসে এসেই ব্যস্ত ভঙ্গিতে এদিক-ওদিকে দৌড়াদৌড়ি করবে, যেন কত কাজ! আর বাকি সবাই ঘাস কাটছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা কাজের ক্ষেত্রে খুব একটা সুবিধার না। বসের ঝাড়ি তারা নির্ঘাত খাবে।

গুটিবাজ: অফিস কিংবা বন্ধুদের মধ্যে এরকম মানুষ অহরহ দেখা যায়। এদের কাজই হচ্ছে একজনের ব্যপারে আরেকজনের কান ভারি করা। অফিসের কলিগদের মধ্যে সম্পর্ক খারাপ করে দিনশেষে সে ভাল হতে চায়। তবে ব্যাপারটা একদমই সাময়িক। কারণ তাদের আসল রূপ বুঝে ফেলতে মানুষের খুব বেশি সময় লাগে না। এই গুটিবাজ শ্রেণি এড়িয়ে চলাই শ্রেয়।

বস: আদার ব্যাপারী যেমন জাহাজের খবর রাখে, তেমনই ছোট পজিশনে থেকেও বস বস ভাব দেখানো এক দল মানুষের মজ্জাগত ব্যাপার। অন্যের ব্যাপারে এদের নাক গলাতেও প্রায়ই দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত