ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঘুরে আসুন চন্দ্রনাথ পাহাড়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৪  
আপডেট :
 ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৫

ঘুরে আসুন চন্দ্রনাথ পাহাড়

সীতাকুণ্ডের পূর্বদিকে চন্দ্রনাথ পাহাড় আর পশ্চিমে সুবিশাল সমুদ্র। এছাড়াও রয়েছে বেশ কিছু ধর্মীয় সুন্দর স্থাপনা। এসব স্থানের মধ্যে চন্দ্রনাথ পাহাড়ে ৩৫০ মিটার উঁচুতে অবস্থিত চন্দ্রনাথ মন্দির দেখতে সবচেয়ে বেশি দর্শনার্থীরা যান।

এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান। আবার বেড়ানোর জন্যও একটি আকর্ষণীয় স্থান।

এছাড়াও সীতাকুণ্ড উপজেলার রয়েছে চন্দ্রনাথ রির্জাভ ফরেস্ট ও সীতাকুণ্ড ইকোপার্কে চোখ জুড়ানো ঝর্ণা।

ইকোপার্কটি চট্টগ্রাম শহর থেকে ৩৫ কি.মি. উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথের পূর্ব পাশে অবস্থিত। বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় এই ঝর্ণায় পানি অনেক কম থাকে। এই ঝর্ণাটির খুব কাছেই আরেকটি ঝর্ণা রয়েছে যা সুপ্তধারাঝর্ণা নামে পরিচিত।

গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বীচ নামে পরিচিত। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে।

যা নেবেন

ভ্রমণের জন্য উপযোগী পোশাক

সাথে রেইন কোট বা ছাতা রাখতে পারেন।

ভোটার আইডি কার্ড অথবা যে কোনো আইডি রাখতে পারেন।

ফার্ষ্ট এইড হিসেবে তুলা,স্যাভলন, মুভ, প্যারাসিটামল, গ্যাষ্ট্রিকের ঔষধ, স্যালাইন ইত্যাদি সাথে রাখতে পারেন।

ড্রাই ফুড হিসেবে চকোলেট, ক্যান্ডি, বিস্কুট ইত্যাদি সাথে রাখবেন।

অবশ্যই ১ লিটার এর দুইটা পানির বোতল সাথে রাখবেন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত