ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

পেঁয়াজের নানান গুন

পেঁয়াজের নানান গুন

রান্না-বান্না পেঁয়াজ ছাডা় হয় না। পেঁয়াজ ছাড়া হলে তেমন স্বাদ হয় না বলেই মনে করেন অনেকে। কিন্তু এখন এসব ছেড়ে দেখে নিন রান্না সুস্বাদু করা ছাড়াও আর কী কী গুণাবলী রয়েছে পেঁয়াজের মধ্যে।

ব্রুণ সমস্যার কমবেশি সকলেরই রয়েছে। বিশেষত অয়লি স্কিন যাদের তারা খুব ব্রুণের সমস্যায় ভোগেন৷। পেঁয়াজ নিয়ে মুখে নিত্যদিন ঘষুন। রস থাকা অবধি ঘষতে থাকুন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এতে ব্রুণ কমবে।

শরীরের যেকোনো পোড়া জায়গায় পেঁয়াজ কেটে ঘষে দিন। প্রথমদিকে খানিক জ্বালা করলেও পরের দিকে একেবারে তা ঠিক হয়ে যাবে। এতে পোড়া দাগও বেশি গাঢ় হবে না।

ত্বকে কালো দাগের জন্য দামী ক্রিম ব্যবহার করছেন? কিংবা পার্লারে, অন্য কোথাও গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন? তাহলে অবশ্যই এসব ছেড়ে দিন। মুখটা জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর একটা পেঁয়াজ কেটে মুখে ভালো করে ঘষতে থাকুন। সপ্তাহ দুয়েকের মধ্যেই উপকার পাবেন।

শরীরের তাপমাত্রা অতিরিক্ত গরম হয়ে গেলে নাক থেকে রক্ত পড়ে। এই সমস্যায় যখনই পড়বেন সেই মুহূর্তে পেঁয়াজ কেটে নাকের ঠিক নীচে ধরে রাখুন। দেখবেন কিছুক্ষণ পরই নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। তবে তার আগে এই সমস্যার জন্য ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নেওয়াই ভালো।

কোথাও গাছের কাঁটা ফুটে গেলে পেঁয়াজের ছোট টুকরো নিয়ে একটু চেপে সেই জায়গায়টায় ধরে থাকুন। যদি কাঁটা ভেতরে অল্প ঢুকে গিয়ে থাকে তাহলে তা বেরিয়ে যাবে এবং কাঁটা ফোটার যন্ত্রণাও নিমেষে দূর হবে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত