ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

মেকআপ না তুলে ঘুমালে কি হয়?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৩

মেকআপ না তুলে ঘুমালে কি হয়?

চেহারাকে আরো আকর্ষণীয় করতে নারীদের প্রথম পছন্দ মেকআপ। ত্বকের মেকাআপ ছাড়াও চোখ, ঠোঁটের জন্য নানা ধরণের মেকআপ এখন বাজারে পাওয়া যায়। তবে সুন্দর দেখাতে যতই মেকআপ ব্যবহার করি না কেন, তা ঠিক মত পরিষ্কার না করলে ক্ষতি পরিমাণটা হয় অনেক। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এর ফলে স্থায়ীভাবে আপনার ত্বকের ক্ষতি হতে পারে।

আপনার মুখের সবচেয়ে স্পর্শকাতর অংশ চোখ। তাই চোখে মেকআপ ব্যবহার করলে অবশ্যই ভাল মত পরিষ্কার করতে হবে। তা না করলে আপনার ভ্রূ ও চোখের পাতা ঝরে যাবে।

মেকআপ করলে কেমিক্যাল চোখের নিচের অংশের ত্বকের ক্ষতি করে। এর ফলে ডার্ক সার্কল চলে আসে সহজেই।

ঠোঁটের লিপস্টিক ভাল করে না তুলে ঘুমিয়ে পড়লে এর উপাদান ঠোঁটে বসে গিয়ে ঠোঁট আরো শুষ্ক করে তোলে। এর ফলে ঠোঁটের আশপাশে ডেড সেল তৈরি হয়।

মুখের ফাউন্ডেশন না সরিয়েই দীর্ঘ সময় রাখলে মেকআপের গুঁড়োয় আপনার মুখের লোমকূপের গোড়া আটকে যায়। এতে ব্রণ এবং ত্বকের অন্য সমস্যাও বাড়ে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত