ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

চুলের রঙ ধরে রাখবেন কীভাবে?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৫  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫

চুলের রঙ ধরে রাখবেন কীভাবে?

চুলে বিভিন্ন আকারের কাট দেয়া ছাড়াও চুল রঙিন করা কিন্তু আমাদের সাজগোজের একটা বড় অংশ। তবে অনেক চেষ্টার পরও যদি চুলে রঙ না থাকে তবে কি করবেন? কিছু নিয়ম মানলে চুলের রঙ স্থায়ী ও যেকোনো সমস্যা মেটানো যায় সহজেই।

রূপ বিশেষজ্ঞদের মতে, রঙিন চুলের জন্য এক ধরনের বিশেষ শ্যাম্পু পাওয়া যায়। কেনার সময় তাই সতর্ক থেকে দেখে নিন শ্যাম্পুটি রং করা চুলে ব্যবহারের উপযোগী কি না। ঘন ঘন শ্যাম্পু করার অভ্যাস ত্যাগ করতে হবে।

পানির ক্লোরিন চুলের রং নষ্ট করে। তাই চুল ধোওয়ার সময় পরিষ্কার পানি ব্যবহার করুন। তবে গরম পানি দিয়ে চুল ধুবেন না। এতে চুলসহ মাথার ত্বকেরও ক্ষতি হয়। চেষ্টা করুন সালফারবিহীন শ্যাম্পু ব্যবহার করতে।

চুল রঙ করার পর মাথায় রোদ লাগাবেন না। যখনই বাইরে যাবেন স্কার্ফ বা ওড়না দিয়ে ঢেকে রাখুন। বৃষ্টির পানি থেকেও চুল রক্ষা করুন।

যারা সাঁতার কাটেন তারা অবশ্যই চুলে তেল দিয়ে এবং চুল বেঁধে পানিতে নামবেন। চুলে যত কম পানি লাগাবেন ততই ভাল।

শ্যাম্পুর পর নিশ্চই চুলে কন্ডিশনার লাগান? কিন্তু চুলের রং অনেক দিন ধরে রাখতে চাইলে নিয়মটা উল্টো করে নিন। চুলে কন্ডিশনার লাগানোর পর ধুয়ে তারপর করুন শ্যাম্পু।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত