ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

দ্রুত তেলাপোকা কীভাবে দূর করবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪০  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮

দ্রুত তেলাপোকা কীভাবে দূর করবেন

ঘর-বাড়ি পরিষ্কার রাখলেও অনেক সময়ে ঘরে তেলাপোকা আসে। বিশেষ করে রান্নাঘর, বাথরুম বা বারান্দায় তেলাপোকা দেখা যায়। তেলাপোকা মুক্ত ঘর পেতে অনেকেই রাসায়নিক ওষুধের ব্যবহার করেন। কিন্তু এর ব্যবহারে বাড়ে স্বাস্থ্য ঝুঁকি। তাই কিছু ঘরোয়া উপায় মানলে ঘর থেকে তেলাপোকা সরানো যায় দ্রুত।

তেজপাতা: সহজ ও কম টাকা খরচে তেলাপোকা সরানোর উপায় তেজপাতা। সপ্তাহে কয়েক দিন তেজপাতার গুঁড়ো ছড়িয়ে দিন ঘরের কোণায়। এর গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না।

বেকিং সোডা: বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনি। মিষ্টির সাথে মিশিয়েও রেখে দিতে পারেন ঘরের কোণায়। মিষ্টির গন্ধে তেলাপোকা এই খাবার খেলে মারা যাবে।

বোরিক পাউডার: এই ধরনের অ্যাসিটিক উপাদানের ব্যবহারেও তেলাপোকা দ্রুত যায়। একেও মিষ্টির সাথে মিশিয়ে রেখে দিতে পারেন। আবার বোরিক পাউডারের সাথে আটা বা ময়দার গুঁড়ো মিশিয়েও একই পদ্ধতিতে তেলাপোকা দূর করা যায়।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত