ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কীভাবে গলা থেকে নামাবেন মাছের কাঁটা?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪২

কীভাবে গলা থেকে নামাবেন মাছের কাঁটা?

মাছে ভাতে বাঙালি। তাই বাঙালি তো মাছ খাবেই। কিন্তু খেতে গিয়ে যদি ঘটে বিপত্তি অর্থাৎ কাঁটা যদি বাঁধে গলায় তখন কী করবেন।

অনেকেই মাছের কাঁটা দূর করার সহজ উপায় হিসাবে মুঠ করে ভাতের দলা গিলে ফেলে। নরম ছোট কাঁটা হলে এতে অনেক সময় নেমেও যায়। কিন্তু এছাড়াও আছে বেশ কিছু ঘরোয়া উপায়। যার মাধ্যমে দূর করা যায় মাছের কাঁটা। জানেন সেগুলো কী?

গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু দিয়ে সেই মিশ্রণ খান। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে পারে। এতে নরম কাঁটা নামবে সহজে।

গলায় কাঁটা বাঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে পিছলে নেমে যাবে কাঁটা।

লবণও কাঁটা নরম করে। তবে শুধু লবণ না খেয়ে গরম পানিতে মিশিয়ে খান। এতে সহজেই নেমে যাবে কাঁটা।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত