ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

যেভাবে কিনবেন সঠিক ফাউন্ডেশন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২১

যেভাবে কিনবেন সঠিক ফাউন্ডেশন

মেকাআপের প্রধান সামগ্রী ফাউন্ডেশন। দোকানে বসে মিলিয়ে কিনলেও বাসায় এসে দেখেন মুখের শেডের সাথে মিলছে না। জেনে নিন ফাউন্ডেশন কেনার কিছু কৌশল।

ফাউন্ডেশন কেনার সময় হাতে নয়, আপনার চোয়ালে লাগিয়ে দেখবেন। যদি দেখেন ফাউন্ডেশন লাগানোর পর সেটি আর আপনার চোয়ালের স্কিন শেডের সাথে মিলে গেছে, তাহলে বুঝবেন ওইটাই আপনার জন্য সঠিক শেড।

দোকানের লাইটে মধ্যে থেকে ফাউন্ডেশন শেড ম্যাচ করবেন না। কারণ এতে বাসায় এসে দেখবেন শেড মিলছে না। ফাউন্ডেশন লাগিয়ে ন্যাচারাল লাইটে এসে দেখবেন।

অনলাইনে ফাউন্ডেশন না কেনাই ভাল। কারণ এতে আপনার ত্বকের ধরণ বুঝে কেনা যায় না।

ফাউন্ডেশন ত্বকে দিলে অনেক সময় তা ফেটে ফেটে যায়। তাই আপনাকে ফাউন্ডেশন কেনার আগে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করে তারপর শেড মেলাতে হবে। তবে কেনার সময়ে আর এই সমস্যাটি হবে না।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত