ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সম্পর্কে জড়াতে তাড়াহুড়া নয়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১১:৪৮  
আপডেট :
 ১৩ অক্টোবর ২০১৮, ১২:০৫

সম্পর্কে জড়াতে তাড়াহুড়া নয়

জীবনে চলার পথে একটি সুন্দর সম্পর্ক সবারই প্রয়োজন হয়। তবে সে সম্পর্কে জড়াতে তাড়াহুড়া করা যাবে না। বয়স হয়ে গেছে বা বন্ধুরা সবাই সম্পর্কে আছে বলে আপনাকেও এমন সিধান্ত নিতে হবে তা কিন্তু নয়। আপনি নিজেই কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনি তাড়াহুড়া করছেন।

নিঃসঙ্গতা কাটাতেঃ

হয়তো কিছুদিন আগেই অন্য একটা সম্পর্ক ভেঙেছে কিংবা একা থাকতে থাকতে বিয়ে করার জন্য অস্থির হয়ে উঠেছেন আপনি। যদি এগুলোই চিন্তা করে সম্পর্কে জড়াতে চান তবে বুঝবেন তাড়াহুড়া করছেন।

সারাদিন কি তাকেই দিচ্ছেনঃ সারাদিন তার সাথে চ্যাট বা কথা হচ্ছে, ঘন ঘন দেখা করা মানেই সম্পর্কের শুরুতেই আপনি খুব তাড়াহুড়া করছেন।

নেতিবাচক বিষয়গুলো খেয়াল না করাঃ সঙ্গীর যে বিষয়গুলো খারাপ লাগে কিন্তু তাকে গুরুত্ব দিচ্ছেন না। এমন কি এসবের সাথে জীবন কাটাতে গেলে কী হবে সেটা নিয়েও ভাবছেন না। তাহলে বুঝে নিন খুব তাড়াহুড়া করছেন।

পরিবারের সাথে দেখা করতে অস্থিরঃ প্রেম এখনো শুরু হয়নি, কিন্তু আপনি তার পরিবারের সাথে দেখা করতে চান। এই কারণে তাকে চাপও দিচ্ছেন। এগুলো কিন্তু তাড়াহুড়ারই লক্ষণ।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত